শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকারের উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ।
নির্বাচনে যাতে সরকারি চাকুরেরাও প্রার্থী হতে পারেন সেই প্রস্তাব রাখার পাশাপাশি নির্বাচনের খরচ কমাতে স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একসঙ্গে করার সুপারিশ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।