ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের একটি ইউনিটের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের টিম যত্রতত্র পোস্টার ও ব্যানার অপসারণের কাজ করছে। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ড এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, বছরের শেষদিকে এবং শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠান, কোচিং ও কোম্পানি তাদের বিজ্ঞাপনী ব্যানার-পোস্টার বিভিন্ন জায়গায় টাঙিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করে। শহরের এই সৌন্দর্য রক্ষায় আমরা এসব ব্যানার ও পোস্টার অপসারণ করে পরিচ্ছন্নতা কাজ পরিচালিত করছি।
।