আজ
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫ ||
২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ০১:০৯ অপরাহ্ন
বিয়ে করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: নতুন বছরের শুরুতেই যেন বিয়ের ধুম লেগেছে ঢাকাই শোবিজে। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে।
কয়েকদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। এরপরেই প্রকাশ্যে এলো গায়িকা পড়শির বিয়ের খবর। এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’
ওই ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা। তার বিয়ের সাজ-পোশাকের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।
প্রসঙ্গত, ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা। পাশাপাশি মডেলিংয়ও করছেন তিনি।