ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
অন্তত ছয় শিশু তাদের মায়েদের সঙ্গে গোপন জেলে মাসের পর মাস কাটিয়েছে। জোরপূর্বক গুম তদন্ত কমিশন গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় শিশুদের উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো, এমনকি তাদেরকে এ সময় দুধ পান করতেও দেওয়া হতো না।
৭৭ বছর বয়সী হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে সরকারের পতন হলে শেখ হাসিনা তার পুরনো মিত্র ভারতে পালিয়ে যান।
হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যা, অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।