আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা ঘটে।
দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, বিমানটি একটি ‘লিয়ারজেট ৫৫’ এক্সিকিউটিভ জেট ছিল। এতে কমপক্ষে দুজন আরোহী ছিলেন। একটি শপিং মলের আশপাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।
বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে মিসৌরির স্প্রিংফিল্ড-ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার বিষয়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে তদন্ত করার কথা জানিয়েছে এফএএ।
এদিকে মার্কিন পরিবহণ সচিব শন ডাফি বলেছেন, বিমানে ছয়জন যাত্রী থাকতে পারেন বলে ধারণা (সন্দেহ) করা হচ্ছে। তবে এ দুর্ঘটায় হতাহতের বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এক্সের এক পোস্টে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা সব ধরনের জরুরি পরিষেবা চালু রেখেছি। হতাহতের বিষয়ে আপডেট তথ্য পেলে তাৎক্ষণিক জানানো হবে।
এর আগে ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।