সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইরিবোর ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গাড়ী ভাংচুর ও মারপিট করেন।
খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন এর মোঃ মাহাবুব রশিদ (৪০) এর ফুলবাড়ী থানা অভিযোগ গত ০২/০২/২০২৫ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায়, জবেদ আলী, জাহান আলী, জামাত আলী, সাইফুল ইসলাম ও মফেল উদ্দীন নামীয় ব্যক্তিগন খয়েরবাড়ী মৌজার ২২৮ দাগের ৫এর ৬৩ শতক জমির মধ্যে ২ একর ৬৩ শতক জমিতে উল্লেখ্য ব্যক্তিরা জোর পূর্বক দখল করার চেষ্ঠা করেন।