আজ সোমবার, ১০ মার্চ, ২০২৫ ||
২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো: ড. মুহাম্মদ ইউনূস
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস
আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে আজ দ্বিতীয় অধ্যায় শুরু হলো।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান। প্রেস সচিব আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নিচ্ছেন। বিকেল তিনটার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। এটা প্রস্তুতিমূলক সভা। এ বৈঠকে ২৬ দল ও জোটের ১০০ জনের মতো নেতা অংশ নিয়েছেন। আমরা যতগুলো দলকে আমন্ত্রণ জানিয়েছি সবাই এসেছে।