রবিবার, ০২ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হয়েছেন। শিভন জিলিসের সঙ্গে এটি তার চতুর্থ সন্তান।
ইলন মাস্ক ও শিভন জিলিস এর আগে ২০২১ সালে গোপনে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজ্যুরের জন্ম দেন। এরপর গত বছর তাদের কন্যাসন্তান আর্কেডিয়া জন্ম নেয়।
ইলন মাস্কের আরও তিন সন্তান রয়েছেন সংগীতশিল্পী গ্রাইমসের সঙ্গে এবং ছয়টি সন্তান রয়েছে তার প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে। যার মধ্যে একজন শিশু অবস্থাতেই মারা যায়।
অ্যাশলি সেন্ট ক্লেয়ারের সঙ্গে বিতর্ক
এই খবর এমন এক সময়ে আসলো যখন ইলন মাস্কের আরেক সন্তানকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। অ্যাশলি সেন্ট ক্লেয়ার নামে এক নারী দাবি করেছেন, মাস্ক তার সন্তানের পিতা। ক্লেয়ার তার সন্তানের পিতৃত্ব ও অভিভাবকত্ব নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।
ক্লেয়ারের মুখপাত্র বলেন, "এটি কোনো আর্থিক লাভের উদ্দেশ্যে করা হয়নি। এটি মা ও সন্তানের সুরক্ষার জন্য। ইলন এমন একজন, যাকে বাবা হিসেবে নির্ভর করা কঠিন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের মায়েদের সম্পর্কে বেশি কথা বলেন, কিন্তু তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন না।"