রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীতে গড়ে ওঠা স্পা সেন্টারগুলোর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বহু দিনের। এ নিয়ে বহুবার অভিযান চালিয়ে অনেককে আটকও করা হয়।
তারই ধারাবাহিকতায় এবার গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে সেখানকার একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গুলশান-১ এ আর এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় অবস্থিত স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়।
র্যাব-১ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র্যাব।
আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।