তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার এবং মাত্রা ছিল ৭ দশমিক ৭।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৬০১ কিলোমিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়ে, চীনের আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পের কম্পন চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশে অনুভূত হয়েছে। এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৯।