তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় প্রেমের সম্পর্ক।
যদিও এই ভাঙা গড়া নেই প্রকাশ্যে কিছুই বলেননি তারকা জুড়ি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনও রকম বিদ্বেষ তৈরি হোক চাননি তামান্না ও বিজয়। একে অন্যের থেকে নিঃশব্দেই আলাদা হয়েছেন।
এই জুটি মুখ না খুললেও মুখ খুলেছেন জাতীয় স্তরের এক জ্যোতিষী। তার দাবি, ‘অর্থই অনর্থের মূল! এখনও বিজয়-তামান্না পরস্পরকে ভালোবাসেন, কাছাকাছি থাকতে চান। বাধ সেধেছে অর্থকরী সংক্রান্ত বিষয়। উভয়ের মধ্যে একজনের উপার্জন বাড়ছে। অন্য জন পিছিয়ে পড়ছেন ক্রমশ। যা তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।’
সেই সঙ্গে যুক্ত তামান্নার দুর্ভাগ্যও। সময়টা ভালো যাচ্ছে না অভিনেত্রীর। বিজয়-তামান্না যে এখনও পরস্পরের সান্নিধ্য পেতে চান তার প্রমাণ এ বছরের দোল উৎসব। তারা আলাদাভাবে রঙের উৎসবে নিজেদের রাঙিয়েছেন। একই বাড়িতে একই পরিবারের সদস্যদের সঙ্গে উদ্যাপনে মেতেছেন। রাভিনা ট্যান্ডনের বাড়িতে তার মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন তারা। কিন্তু আলাদা আলাদা ভাবে।সম্পর্কে তিক্ততা থাকলে একই বাড়িতে উভয়ে উপস্থিত থাকতেন না। বিচ্ছেদের পরেও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গেছে অভিনেত্রীকে।
জ্যোতিষীর তেমনই আশ্বাসবাণী। জানিয়েছেন, প্রেম না থাকলেও আজীবন বন্ধুত্ব থাকবে বিজয়-তামান্নার। পরস্পরকে এড়ানোর সাধ্য তাদের নেই। অর্থকরী কারণেই তাদের মধ্যে যাবতীয় সমস্যা। শীঘ্রই নাকি সেই সমস্যা মিটবে। ২০২৫-ই বছর শেষে আবার এক করতেও পারে অভিনেতা যুগলকে। তবে সাতপাকে নিজেদের জড়াবেন না তারা।
ক্যারিয়ারের দিক থেকে দারুণ সময় পার করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ১৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে তাঁর ‘ওডেলা ২’।