আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি: দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম নববর্ষে কমেছিল। এরপর তিন দফায় বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্বর্ণের নতুন দাম আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ৭১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (২১ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত রোববার থেকে আজ সোমবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা বেচাকেনা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে গত শনিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা বেচাকেনা হয়েছিল।
গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বেচাকেনা হয়েছিল। এর আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১০ হাজার ২৭১ টাকায় বেচাকেনা হয়েছিল।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।