শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমের মাটিতে অবতরণ করে।