আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার (২৮ এপ্রিল) তিনি এই ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি শুরু হবে ৮ মে, চলবে ১০ মে শেষ পর্যন্ত। ইউক্রেনকেও এই যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।
তবে ক্রেমলিনের বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যদি ইউক্রেনের বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রাশিয়ার সশস্ত্র বাহিনী যথাযথ ও কার্যকর জবাব দেবে।
যুদ্ধবিরতি পালনে রাশিয়ার ঘোষণার বিষয়ে ইউক্রেনের তরফ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করেছিল।