আজ
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ||
১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০১:০৯ পূর্বাহ্ন
পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০
শুক্রবার, ০৯ মে, ২০২৫
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লাগার পর বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ( ২৮ এপ্রিল) বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
নোশকির ডেপুটি কমিশনার (ডিসি) আমজাদ সোমরো জানান, নোশকির একটি ট্রাক ডিপোতে পার্ক করা ট্যাংকারটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর চেষ্টাকালে ট্যাংকারটি বিস্ফোরিত হলে দমকল বাহিনীর কর্মীরাও গুরুতর আহত হন।
ডিসি সোমরো আরও জানান, বিস্ফোরণের সময় আশপাশে থাকা সাধারণ মানুষও গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন, যারা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছিলেন। গুরুতর দগ্ধদের হেলিকপ্টারে করে কোয়েটায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কারণে ট্যাংকারের জ্বালানি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ট্যাংকারের আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আগুনের লেলিহান শিখায় আক্রান্ত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ২৮ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন এমন ১০ জনের বেশি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা বলেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
পাকিস্তানে তেল ট্যাংকারের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ত্রুটিপূর্ণ ট্যাংক, অতিরিক্ত বোঝাই বা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। দাহ্য পদার্থ পরিবহণের কারণে তেল ট্যাংকার দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই বেশি থাকে।