স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম : সিলেটে ব্যাটিং ব্যর্থতায় ভুগলেও চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাদমান-মুমিনুলরা। তৃতীয় দিনেও দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা।
মিরাজ ও সাকিবের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪০৪ রান। মিরাজ ১০৯ বলে ৭৬ রানে এবং তানজিম সাকিব ৫৭ বলে ২০ রানে ব্যাট করছেন। এতে ১৭৭ রানের লিডে রয়েছে টাইগাররা।
বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট চালাতে থাকেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে ইনিংস লম্বা করতে পারেননি তাইজুল। ৪৫ বলে ২০ রান করে আউট হন তিনি।
অপর প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন পেসার তানজিম সাকিব। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪০৪ রান তুলতে পেরেছে টাইগাররা। এতে ১৭৭ রানের লিডে রয়েছে স্বাগকিতরা।