স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম : সবশেষ তিন বছরের বাৎসরিক ওয়ানডে র্যাঙ্কিং সোমবার (৫মে) প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে।
নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।
আইসিসির প্রকাশ করা নতুন র্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ওয়ানডেতে এক ধাপ অবনতি হয়েছে টাইগারদের। র্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে শান্তবাহিনী। বাংলাদেশের উপরে উঠে গেছে ক্যারিবিয়ানরা। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের জায়গাতেই আছে বাংলাদেশ। এই দুই ফরম্যাটে বাংলাদেশ আছে নবম স্থানে।
আইসিসির প্রকাশিত এই ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। রোহিত শর্মার দলের রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়া আছে তৃতীয় স্থানে, ৪র্থ স্থানে আছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে সিরিজ জয় তাদেরকে পাঁচ রেটিং পয়েন্ট এনে দিয়েছে। শ্রীলঙ্কার এই উত্থানের কারণে নিচে নেমে গেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল
র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে আফগানিস্তান। চার পয়েন্ট বেড়ে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছে রশিদ খানের দল। এক ধাপ নেমে অষ্টম স্থানে চলে গেছে ইংল্যান্ড।