বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি।
মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতে সেখানে গিয়েছিলেন। দেশে ফিরেই প্রকাশ করলেন নতুন একটি গান।
‘জানি আমি নেই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যান্সির নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘গানটির কথা-সুর গতানুগতিক ধারার বাইরের। তবে যারা গান হৃদয় দিয়ে অনুভব করেন তাদের কাছে এটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
এদিকে আরও নতুন গান রেকর্ডিংয়েও ব্যস্ততা রয়েছে এ শিল্পীর। বেশ কিছু গান রয়েছে তার হাতে, এগুলোতে কণ্ঠ দিবেন তিনি। রেকর্ডিংয়ের বাইরেও ব্যস্ততা রয়েছে স্টেজ শো নিয়ে।
এদিকে গত ৩০ এপ্রিল একটি অসম্মানজনক ঘটনার মুখোমুখি হয়েছিলেন এ শিল্পী। ‘রাজনৈতিক শিল্পী’ আখ্যা দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্লাবের একটি কনসার্টের শিল্পী তালিকা থেকে নিজের নাম বাদ দেয়ার অভিযোগ তুলেছেন ন্যান্সি
সামাজিক মাধ্যমে অভিযোগ করে এক পোস্টে তিনি লিখেন, ‘অনুষ্ঠানের আগের রাতে শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেয়া হয়েছে বলে আমি জানতে পারি। কারণ হিসেবে আয়োজকরা জানান, রাজনৈতিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়?’