রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেখান থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোকমান চাঁদপুর সদরের লালদিয়া গ্রামের ফানিফ হদানিয়ার ছেলে। বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন।
লোকমানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল্লাহ নোমান জানান, আজ দুপুরের দিকে অসতর্কভাবে ওই বৃদ্ধ কাওরান বাজার রেললাইন দিয়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।