শুক্রবার, ০৯ মে, ২০২৫
সৈয়দ বদরুল আলম, নিজস্ব প্রতিনিধি: ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আট দিনের কর্মসূচির আজ শুক্রবার (৯ মে) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারুণ্যের সেমিনারের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এতে তরুণদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া হবে।