আজ শুক্রবার, ২০ জুন, ২০২৫ ||
৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৮:০৫ অপরাহ্ন
ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ফাইল ছবি
রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. আকাশ (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।
আকাশের সহকর্মী সুমন জানান, দুপুরে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আকাশ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।