রবিবার, ২২ জুন, ২০২৫
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের উদ্দ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এর নীলফামারী জেলা শাখার সার্বিক আয়োজনে আজ রোববার (২২ জুন) দুপুরে জলঢাকা ডালিয়া রোডস্থ ওসমান বিন আফফান আল হারামাঈন মসজিদ সংলগ্ন জেলা শাখা কার্যালয়ে এ প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত হয়।