বুধবার, ২৫ জুন, ২০২৫
রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা আগামী শুক্রবার (২৭ জুন) দেশব্যাপী উদযাপিত হবে। জগন্নাথ দেবের এই বার্ষিক উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি।
রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুট
স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির
স্বামীবাগস্থ ইসকন মন্দির ←→ জয়কালী মন্দির→ ইত্তেফাক মোড় ←→ শাপলা চত্ত্বর ←→ দৈনিক বাংলা মোড় → বায়তুল মোকাররম উত্তর গেইট←→ পল্টন মোড় ←→ প্রেস ক্লাব→ কদম ফোয়ারা → হাইকোর্ট মাজার ←→ দোয়েল চত্ত্বর → শহীদ মিনার ←→ জগন্নাথ হল ←→ পলাশী ←→ ঢাকেশ্বরী মন্দির।
এ অবস্থায়, ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন শুক্রবার এবং ৫ জুলাই শনিবার বর্ণিত সড়কসমূহ বিকাল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।