রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে একটি বাস। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওইখানে দাঁড়িয়ে থাকা একজনের।
এছাড়া আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এসবি সুপার ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে ওই স্থানে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে।