মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০২৪ -- ২৫ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার প্রধান ও শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।