মানুষ এখন আ.লীগ শুনলেই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে : রেজা কিবরিয়া
শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি।
১৬ বছরের দমনপীড়ন জনগণ ভুলে যাবে না। এ সময়জুড়ে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। এ দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন অসম্ভব।
টেলিভিশনের এক বিতর্কে অংশ নিয়ে এসব মন্তব্য করেন অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়ার বলেন, শেখ হাসিনা এখনও ভাবে মানুষ তাকে ভালোবাসে। আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এ দলটির ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগোচ্ছে। প্রবাসে অনেক আওয়ামী লীগ সমর্থক আছে, কারণ তারা নিপীড়নের শিকার হয়নি। যেসব প্রবাসী এখনও আওয়ামী লীগকে সমর্থন করে, তারা দেশের বাস্তবতা জানে না।
দেশের মানুষ আ.লীগকে ঘৃণা করে দাবি করে তিনি আরও বলেন, দেশের ভেতরের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ শুনলেই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা চিনতো মুসলিম লীগকে, আওয়ামী লীগকে নয়। আওয়ামী লীগ কখনোই জনগণের প্রিয় দল ছিল না। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না। এ দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হাসিনা ভালো মানুষ না।
শেখ মুজিবের শাসন স্মরণ করতে গিয়ে এ অর্থনীতিবিদ বলেন, বর্তমান সরকারের তুলনা আগের সরকারের সঙ্গে করা অপমানজনক। আগের সরকারগুলোর ভুল থাকলেও তারা এতটাও গণবিরোধী ছিল না। গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা। দেশে কেবল একদলীয় শাসন চলছিল। তার বাবা দেশের মানুষকে দিয়েছিলেন দুর্ভিক্ষ, আর তিনি দিয়েছেন শোষণ।
সরকারের ব্যর্থতায় আমরাও অংশীদার। সরকারের এ চরম ব্যর্থতার দায় জনগণেরও রয়েছে যারা নীরব থেকেছেন দাবি রেজা কিবরিয়ার।