আজ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ||
২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ১২:৩৭ পূর্বাহ্ন
লিটন দাসের পারফরম্যান্স হতাশাজনক : মিরাজ
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: জাতীয় দলে এক দশকের বেশি সময় কাটিয়ে দিলেও সাদা বলের ক্রিকেটে এখনো ফর্মে ফিরতে পারছেন না লিটন দাস। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই তার পারফরম্যান্স হতাশাজনক।
এমনকি ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়তে পারেননি এই ডানহাতি ব্যাটার।
তবুও শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পান লিটন। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর বাদ পড়ে যান দল থেকে। পরের দুই ম্যাচে তার জায়গায় একাদশে জায়গা পান তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী।
তৃতীয় ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে লিটনের বাদ পড়ার পেছনের কারণ ব্যাখ্যা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, দেখুন আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম, সেটা দলের কম্বিনেশনের জন্য। আমরা লিটনের জায়গায় শামীম পাটোয়ারীকে খেলিয়েছিলাম এবং ওইখানে আমাদের একজন ষষ্ঠ বোলার প্রয়োজন ছিল। এজন্য টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে শামীমকে খেলিয়েছিল।
তরুণদের নিয়ে গড়া বর্তমান দল নিয়ে আশাবাদী মিরাজ। তার মতে, সময় দিলে একদিন এই তরুণরাই ভালো খেলবে। তিনি বলেন, আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক দিকটাই ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।
উল্লেখ্য, লিটনের দীর্ঘদিনের অফফর্ম এখন দল নির্বাচনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিসিবির আস্থায় থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, তা সময়ই বলে দেবে।