বুধবার, ০৯ জুলাই, ২০২৫
আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে গুমসংক্রান্ত তদন্ত কমিশন ও ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের (ইউভিইডি) মধ্যে বৈঠক হয়েছে। এ সময় কমিশনের কাছে গুম থেকে ফেরত না আসা ২০০ জনের একটি তালিকা দিয়েছে ইউভিইডি।