শনিবার, ১৯ জুলাই, ২০২৫
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী আলিয়া ভাট ফের প্রমাণ করলেন, তার হৃদয় ঠিক ততটাই বড় যতটা তার তারকাখ্যাতি। সম্প্রতি খবর মিলেছে, আলিয়া তার গাড়িচালক এবং গৃহকর্মীকে উপহার হিসেবে দিয়েছেন মাথা গোঁজার ঠাঁই—তাও একেবারে ৫০ লাখ রুপি মূল্যের করে দু’টি বাড়ি!
‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক হলেও বর্তমানে আলিয়া ভাট রয়েছেন ক্যারিয়ারের শীর্ষ বিন্দুতে।