উত্তরাখণ্ডের গ্রাম ভেসে যাওয়ার দৃশ্য দেখে যা বললেন সারা আলি খান
শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫
ফাইল ছবি
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বলিউড অভিনেত্রী সারা আলি খানের অভিনয় সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড। তার সিনেমা জগতে অভিষেক হয় ‘কেদারনাথ’ দিয়ে।
আর সেই সিনেমাটি উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে নির্মাণ হয়। শুটিং করতে গিয়ে সেই ভয়াবহ দুঃসহ স্মৃতি জড়িয়ে আছে অভিনেত্রীর জীবনে।
সেই থেকে অভিনেত্রী প্রায়ই কেদারনাথে যান, মহাদেবের পূজা করেন। তাই বিপর্যস্ত উত্তরাখণ্ডকে দেখে আবেগপ্রবণ সারা আলি খান। সামাজিকমাধ্যমে অভিনেত্রী লিখেছেন—উত্তরাখণ্ডের ঘটনায় যাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের প্রতি আমার সমবেদনা রইল। প্রত্যেকে যাতে এ মুহূর্তে শক্তি সঞ্চার করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।
বিধ্বস্ত উত্তরাখণ্ড। ১২ হাজার ৬০০ ফুট উঁচুতে হয় মেঘভাঙা বৃষ্টি। তার জেরেই হড়পা বানে ভেসে গেছে উপত্যকা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে গেছে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেলসহ সবকিছু।