আজ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ||
৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৮:৪৮ পূর্বাহ্ন
আন্ধার সিনেমার নায়ক চঞ্চল
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ফাইল ছবি
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম:ভৌতিক গল্পে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আন্ধার’।
আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রের বরাতে দেশের একাধিক গণমাধ্যমের খবর, আফরান নিশো না করায় সিনেমাটির নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ।
‘আন্ধার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আর তাঁর নায়িকা হচ্ছেন নাজিফা তুষি। আর সিয়াম আহমেদ সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন।
সূত্রটি আরও দাবি করছে, এই সিনেমাতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে সেই চরিত্রে কে অভিনয় করছেন সেটি নিশ্চিত করতে পারেনি সূত্রটি।
‘আন্ধার’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমার জন্য যৌথহাতে গল্প লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ডতারকা সাইদুস সালেহীন সুমন ওরফে বেজবাবা সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সেপ্টেম্বর মাস থেকে পূর্ণদমে শুরু হবে সিনেমার শুটিং। দুই ঈদের মধ্যবর্তী কোনো এক সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।