স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে চতুর্থ ম্যাচে নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার দলটিকে ২২ রানে হারিয়ে জয়ে ফিরেছে সোহান বাহিনী।
এ নিয়ে সবশেস ৪ ম্যাচের দুটিতে জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) আগে ব্যাট করতে নেমে নর্দানকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা। এতে ২২ রানের জয় পায় বাংলাদেশ।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নর্দানের। ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন ৪ রান করা জেক ওয়েদারল্যান্ড। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ডি আর্চি শটও। অভিজ্ঞ এই ব্যাটারকে সোহানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন রিপন মন্ডল।
এরপর স্যাম এল্ডারকেও দ্রুত আউট করে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ২৪ রানে ৩ উইকেট হারানো নর্দান টেরিটোরিকে টেনে তোলার চেষ্টা করেন কনর কেরল ও জর্ডান সিল্ক। দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন।
তবে দুজনইন কাছাকাছি গিয়েও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন। সিল্ক-কনরের বিদায়ের পর আর কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেনি। এতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ওপেনার নাঈম শেখ ও জিশান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি নাঈম। ১১ বলে ২৫ রান করে আউট হলে দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তিনে নেমে ১০ বল খেলে মাত্র ৩ রান করেছেন সাইফ হাসান। মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও অনেক ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে উল্টো চাপে পড়েছে দল।