স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: নারী বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল ভারতের বিপক্ষে। কিন্তু বৃষ্টিতে ভেসে যায় সেই ম্যাচ।
তবে আবারও মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারতের। সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সেই সফরের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন নারী দলের ক্রিকেটাররা। তবে শুরুতেই শেষ হয়ে গেছে সেই সফর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের আসন্ন ভারত সফর স্থগিত হয়ে গেছে। বিসিসিআই থেকে সিরিজ স্থগিতের চিঠিও পাঠানো হয়েছে বিসিবির কাছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের কাছ থেকে সফরের স্থগিতাদেশের চিঠি পেয়েছে বিসিবি। চিঠিতে যদিও সফর স্থগিত করার কোনো কারণ দেখানো হয়নি। তবে ধারণা করা যাচ্ছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি সফর স্থগিতের পেছনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বাংলাদেশের ভারত সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। এই সিরিজ দিয়েই নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করার কথা ছিল দুই দলের। তবে অজানা কারণে সেটি স্থগিত হয়ে গেলো।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত পুরুষ দলের। তবে সেই সিরিজও স্থগিত করা হয়েছে। পিছিয়ে দিয়ে আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়া হয়েছে সিরিজ।