বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোয় রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য পাঠাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, এই চুক্তি সম্পন্ন হওয়ার পথে, মাত্র কয়েকটি অমীমাংসিত বিষয় বাকি রয়েছে।