রবিবার, ০২ জুলাই, ২০২৩
নিউজ ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: তদন্ত না করেই মিথ্যা ভিওিহীন হয়রানিমুলক প্রতিবেদন দাখিলের অভিযোগ এসআই মোঃ মামুনুর রশিদ সরকারের এর বিরুদ্ধে সি.আর মামলা নং- ৩৪৯/২২ ধারা- ৪৪৭/৪৪৮/৩৮০/৩৭৯/৩০৭/৩২৪/৩২৩/৩৮৫/৫০৬(২) দঃ বিঃ দায়ের করিলে বিজ্ঞ আদালত উক্ত মামলা কচুয়া থানা পুলিশকে তদন্ত করিয়া প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কচুয়া থানা পুলিশ বিজ্ঞ আদালতের নথি প্রাপ্ত হইয়া বাদীনি কর্তৃক সি.আর মামলায় মানিত পাবলিক স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করিয়া সত্য ঘটনা আড়াল করিয়া বাদীনি কর্তৃক অবৈধ উপায়ে লাভবান হইয়া স্মারক নং- ৪৫৩, তারিখ- ২০/০৭/২০২২ইং প্রমাণিত না হওয়া সত্তে¡ও ৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৩৮৫/৩২৪/৩২৩/৫০৬(২) ধারায় মিথ্যা ও কাল্পনিক প্রতিবেদন দাখিল করেন।