মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা ও দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী মৌজাস্থ তিস্তানদী ভাঙ্গণের ফলে সুরক্ষার ৪৬ পরিবার এখন অরক্ষিত প্রায়।
জানা যায়, নদীভাঙ্গণে বাস্তুচ্যুত হলে ২০০৮ সালে 'আমাদের ঠিকানা গুচ্ছগ্রাম' নামে যৌথ বসবাসেরর জন্য আবাসস্থলে এসব পরিবার প্রতি ৫ শতক পরিমাণ জমিসহ বসবাসযোগ্য গৃহ প্রদান করা হয়।