আজ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ||
১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০১:৩০ অপরাহ্ন
ওজন কমাতে কানে চাপ দিন!
শনিবার, ২২ জুন, ২০২৪
ফাইল ছবি
লাইফ স্টাইল ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ওজন কমানোর জন্য যুদ্ধ করছেন। কিন্তু কোনো কাজই হচ্ছে না? ৩০ মিনিট হেঁটে এসেই খেতে বসলে আর ডায়েটের কথা মনে থাকে না।
তাহলে ওজন কমবে কী করে? অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমিয়েই ওজন কমানো সম্ভব।
খাবারের আগ্রহ কমাতে জেনে নিন খুব সাধারণ একটি উপায়:
• কানের কাছের ত্রিভুজ টিস্যুতে আঙুলের সাহায্যে ধীরে ধীরে চাপ দিন
• কানের এই আকু পয়েন্টে চাপ দেওয়ার সময় মুখ খোলা ও বন্ধ করুন
• এক মিনিটের জন্য এই প্রেসার পয়েন্টটি চাপ দিতে থাকুন
• বাড়তি খাবার খাওয়ার ইচ্ছা কমে আপনার ওজন থাকবে নিয়ন্ত্রণে। ভালো ফল পেতে প্রতিদিন ৪-৫ বার এই নিয়মে কানে চাপ দিন।
।