শনিবার, ২৪ মে, ২০২৫
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পতিত কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ ও সুবিধাভোগীদের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদের বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কর্তৃক নেওয়া প্রথম পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘এই পদক্ষেপ- প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দ করা-যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী পারস্পরিক আইনি সহায়তার পথ প্রশস্ত করবে, তদন্ত ত্বরান্বিত করবে এবং পাচারকৃত সম্পদ দ্রুত পুনরুদ্ধারকে সহজতর করবে।