স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: গত বছর অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দল। চলতি বছরে অনুষ্ঠিত হবে তৃতীয় আসর।
এবারেও এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ দল।
চলতি বছরের আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনসের পাশাপাশি থাকছে নেপাল জাতীয় দল। অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলোর সঙ্গে এই ৩ দলকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের সূচি চূড়ান্ত নাহলেও, পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১৪ আগস্ট বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ রাখা হয়েছে। এই টুর্নামেন্ট বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়াবে বলে মনে করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়। বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশ ও পাকিস্তানের পর নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে সুজন বলেন, ডারুইনে (অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির একটি শহর) আবার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত। এটা দ্রুতই আমাদের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ সূচি হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে উন্নতমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলে আমাদের উঠতি খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এবং এটি আমাদের উন্নতির প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে এই জুটির মাধ্যমে খেলাধুলার মধ্য দিয়ে আন্তর্জাতিক বন্ধনকে আরও শক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগস্টের ১৪ তারিখ রাতের উদ্বোধনী লড়াই দেখার জন্য এবং বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখানোর জন্য মুখিয়ে আছি।