রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিনিধি , সিলেট : সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরিকালে পাঁচ ট্রলার জব্দ করেছে নৌ পুলিশ।
শনিবার ভোররাতে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালি মহালের ইজারা বহি:র্ভুত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) থেকে চুরি করা খনিজ বালি বোঝাই ওই ট্রলার গুলো জব্দ করে।