আজ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ||
১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৯:১৬ অপরাহ্ন
ঢাবির হলের দোকানে আগুন!
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
বিজয় একাত্তর হলের এক্সটেনশনের একটি দোকানে আগুন
রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশনের একটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন এনেছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হয়নি।
সম্প্রতি বিজয় একাত্তর হলের যমুনা ভবনের পেছনে নতুন করে দুটি দোকান করা হয়েছে। এটি বিজয় একাত্তর হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মাঝামাঝি অবস্থিত।
বিজয় একাত্তর হলের সমাজসেবা সম্পাদক নাজমুল হাসান বলেন, দোকানে খাবার রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। পরে আগুন বাড়ে। তবে কেউ আহত হয়নি। কিছু খাবার ও জিনিসপত্র পুড়ে গেছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিস চারটি ইউনিট আগুন নিভিয়েছে। যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেটি নিয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে আছে।