এম এ সগির, র্কোট রিপোর্টার: :বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এতে করে সাতদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আগামী রোববার (২৫ আগস্ট) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার (২১ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
আইনজীবী আহসানুল করীম বলেন, আজকে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে শুনানি করেছিলাম। আদালত হাইকোর্টের আদেশের ওপর স্টে না দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন এবং আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন। সেই পর্যন্ত টিভিটির সম্প্রচার বন্ধ থাকবে।
এর আগে গত ১৯ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ আদেশ দেন। সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়।