আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকায় পৌঁছেছেন। বিশ্ব নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বেশকিছু বৈঠকের মধ্য দিয়ে ফলপ্রসূ এ সফর শেষ করলেন তিনি।
অধ্যাপক ইউনূস ও তার প্রতিনিধিদল কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে ভোর ৩টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিউইয়র্কে চার দিনের সফরে অধ্যাপক ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশিনের (ইউএনজিএ) ফাঁকে ৪০টিরও বেশি কর্মসূচিতে অংশ নেন। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৬টি অনুষ্ঠানে যোগ দেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্তত ১২ জন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তমঅধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। বাংলায় দেওয়া ভাষণে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের তরুণরা দেখিয়েছে, স্বাধীনতা, মর্যাদা এবং মানুষের অধিকারকে সমুন্নত রাখা উচ্চাকাঙ্ক্ষা নয়। এটা সবারই প্রাপ্য।’
এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্থানীয় সময় গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেন।