শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
সিএন এন ডেস্ক, বিডি ২৪.কম: সংবাদ প্রকাশের জেরে, পাবনা সদর থানার ওসি আব্দুস সালামের ইন্ধনে, সাংবাদিক মোবারক বিশ^াসকে খুজতে তার বাড়িতে এসেছিল একদল সশস্ত্র সন্ত্রাসী। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আরো জানা যায়, গত ৯ অক্টোবর ইয়াকুব, পাবনা সদর থানার ওসি আব্দুস সালামকে ম্যানেজ করে গ্রেফতারকৃত মাদক স¤্রাট খোকনকে ১৫১ ধারায় আদালতে প্রেরন করেন। ওইদিন মাদক স¤্রাট খোকনকে আদালতের মাধ্যমে জামিনে বের করে আনেন কথিত নেতা ইয়াকুব। এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি আব্দুস সালামের কাছ থেকে বক্তব্য নিয়ে সাংবাদিক মোবারক বিশ^াস “পাবনায় মাদক স¤্রাট গ্রেফতার ১৫১ ধারায় আদালতে প্রেরন” শিরোনামে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নিউজ প্রকাশ করেন। এদিকে ওসি সালামের বক্তব্য নেওয়ার প্রায় ২০ মিনিট পর সাংবাদিক মোবারক বিশ^াসের কাছে ইয়াকুব মোবাইল করে জানতে চান খোকনকে নিয়ে কি হয়েছে।
সাংবাদিক মোবারক বিশ^াস ইয়াকুবকে প্রশ্ন করেন, একজন মাদক স¤্রাটকে ওসি কিভাবে ১৫১ ধারায় আদালতে প্রেরন করতে পারে। যার নামে ইতিপুর্বে প্রায় হাফ ডজন মাদক মামলা রয়েছে। এরপর ওইদিন মোবারক বিশ^াস পাবনা সদর থানার ওসি আব্দুস সালামকে জড়িয়ে একটি খবর প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে শুক্রবার রাতে সাংবাদিক মোবারক বিশ^াসকে মারার জন্য সশস্ত্র সন্ত্রাসীরা তাকে খুজতে তার এলাকায় গিয়েছিল। সাংবাদিক মোবারক বিশ^াস সেই সময়ে ঔষধ কিনতে শহরে গিয়েছিল। তা না হলে একটি অনাকাংখিত ঘটনা ঘটে যেতে পারতো, জানান সাংবাদিক মোবারক বিশ^াস। সাংবাদিক মোবারক বিশ^াস তার বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতজা আলী খান ও পাবনার সহকারী পুলিশ সুপার সদর সার্কেলকে ঘটনাটি মোবাইলে অবহিত করেন। পুলিশ সুপার সাংবাদিক মোবারক বিশ^াসকে থানায় জিডি করতে পরামর্শ দেন। পরে পাবনা