স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে খেলতে পারেননি সাকিব আল হাসান। তাই কানপুর টেস্টই অলিখিতভাবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে রইল।
টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে দেওয়া সাকিব আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল! গত কদিন ধরে, এ ব্যাপারে নানা আলোচনাও হয়। তবে শেষ পর্যন্ত বাঁহাতি এ অলরাউন্ডারকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (১ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ নাহিদ রানা। এছাড়া পুরনোদের মধ্যে দলে ফিরেছেন ওপেনার ব্যাটার জাকির হাসান ও স্পিনার নাসুম আহমেদ।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে নানা কথা চললেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষেও অধিনায়ক হিসেবে থাকছেন তিনি। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন লিটন দাস। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। এ ছাড়াও আগের সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর জন্য দুই ভাগ হয়ে আগামীকাল শনিবার ও পরদিন রোববার ঢাকা ছাড়বে ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৬ নভেম্বর। পরের দুটি যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
আফগান সিরিজে বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।