স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম:চলতি নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।
ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে সিরিজের সূচি। ২৭ নভেম্বর থেকে শুরু হবে দুদলের লড়াই। প্রথম ম্যাচ মাঠে গড়াবে সেদিন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জ্যোতি-নাহিদাদের পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
ঢাকায় ওয়ানডে পর্ব শেষ করে টি-টোয়েন্টি খেলতে সিলেট যাবেন নারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ ডিসেম্বর।
সর্বশেষ গত অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। আয়োজক হলেও সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়। সেখানে অবশ্য নারীরা পেয়েছে জয়ের দেখা। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জেতে বাংলাদেশ।
বিশ্বকাপের পর এবার লক্ষ্য দেশের মাটিতে নিজেদের মেলে ধরার। ওয়ানডে সিরিজে জয়ের বিকল্পও নেই। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রতিটি ম্যাচই বহন করবে সমান গুরুত্ব।