আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ||
৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ১১:১৪ অপরাহ্ন
নির্বাচনের ডেটলাইন দিতে এত দ্বিধা ও সংকোচ কেন
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
সফিক আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের ডেটলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা ও সংকোচ কেন। ৫ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না কেন।
স্বৈরাচারের আরেক ব্যক্তিকে আপনারা ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আবার প্রশাসনের বিভিন্ন জায়গায়ও স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন। তারাতো আপনাকে ব্যর্থ করবেই।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেন। উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এই সময় বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে নিয়ে জতীয় সরকার গঠন করা হবে।
নতুন উপদেষ্টা বানানোর প্রসঙ্গ টেনে বরকত উল্লাহ বুলু বলেন, আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদেরতো একটা অভিমত নেওয়া দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে। আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন।
অনুষ্ঠানের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলন-সংগ্রামে নিহত ও আহত কয়েকজন নেতাকর্মীদের মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মো. মহসিন।