আজ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ||
৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৫:০৯ পূর্বাহ্ন
একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে মেসিরা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: জমে উঠেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব। দারুণ সব জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিপরীতে শুরুতে কিছুটা হোচট খেলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বকাপ নিশ্চিতে এই দুই চির প্রতিদ্বন্ধীর সমীকরণ।
চলতি মাসে দুটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দল। আর এই দুই ম্যাচের পরই অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের অবস্থান। প্যারাগুয়ে ও পেরুকে হারিয়ে আরও এক পা দিয়ে রাখতে চায় আর্জেন্টিনা। তবে, এখনই তাদের টিকিট নিশ্চিত হচ্ছে না।
এখানেও রয়েছে কিছুটা সমীকরণের মারপ্যাচ। পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করা বলিভিয়া যদি চলতি সপ্তাহে দুই ম্যাচেই হেরে যায়, তবে অনেকটাই নিশ্চিত হবে আর্জেন্টিনার অংশগ্রহন। সেক্ষেত্রে আগামী মার্চের উইন্ডোতে মাত্র একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে মেসিরা।
আর্জেন্টিনার জন্য সমীকরণ যতটা সহজ, ব্রাজিলের জন্য ঠিক ততটাই কঠিন। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সেলেসাওদের। এই দুই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠার সুযোগ পাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর যদি হেরে যায় তাহলেই পড়তে হবে বিপাকে। তখন অন্য দলগুলোর ফলাফলের ওপরও চোখ রাখতে হবে ভিনিসিয়াসদের।
সমীকরণের এমন মারপ্যাচে যেতে নারাজ ব্রাজিল। এই দুই ম্যাচেই জয় তুলে বছর শেষ করতে চায় দলটি। যদিও কাজটা মোটেও সহজ হবে না। কেননা উরুগুয়ের বিপক্ষে মিলছে কঠিন লড়াইয়ের আভাস। এর ওপর বেশকিছু ফুটবলার চোটে থাকায় দুশ্চিন্তা কাটছে না সমর্থকদের।