সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কয়েক দফায় আহতদের আর্থিক সহযোগিতা করেছে। দল ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আহতদের অবস্থা এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে, আমরা বুঝি না।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।