স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ হিসেবে নিজেদের গড়ে তুলেছেন বাংলাদেশ দলের পেসাররা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ।
সময়ের ব্যবধানে নিজেকে আরও শানিত করে গড়ে তুলেছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে দল হারলেও তিনি ছিলেন আপন আলোয় উদ্ভাসিত। দ্বিতীয় ইনিংসে তুলে নেন ছয় উইকেট।
পুরো সিরিজেই আলো ছড়িয়েছেন তাসকিন। দুই টেস্টে মোট ১১ উইকেট শিকার করে হয়েছেন সিরিজ সেরা। জ্যামাইকায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়ে তাইজুল ইসলাম নজর কাড়লেও তাসকিন নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। দলের জয়ে রেখেছেন অবদান।
তাসকিন মনে করেন, টানা হারের পর এমন একটি জয় খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত, ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদের সঙ্গে জয়টা তার কাছে বিশেষ। সিরিজে নিজের সেরাটা দিতে পেরে বেশ খুশি এই পেস তারকা। ম্যাচ শেষে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিসিবির দেওয়া একটি ভিডিওতে নিজের অনুভূতির কথা জানান তিনি।
তাসকিন বলেন, ‘এটি অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। তাদের কন্ডিশনে (ওয়েস্ট ইন্ডিজ) অনেক বড় বড় দলও কঠিন পরিস্থিতিতে পড়ে। আমরা খারাপ সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জেতার পর কয়েকটা সিরিজ হারাতে মানসিকভাবে পিছিয়ে ছিলাম। এই জয়টি খুব কাজে দিয়েছে। দুটি ম্যাচে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সিরিজ সেরা হয়েছি। সামনে আরও অনেক পথ বাকি।’